01/21/2026 তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজধানীর ৩০০ ফিট এলাকা ঘিরে সর্বোচ্চ সতর্কতা, বহুমাত্রিক নিরাপত্তা বলয়
odhikarpatra
২৫ December ২০২৫ ২১:০৭
অধিকার পত্র ডটকম ডেক্স রিপোর্ট
ঢাকা | ২৫ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকার পুরো অংশজুড়ে নেওয়া হয়েছে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য লাখো নেতাকর্মী ও সমর্থকের সমাগম বিবেচনায় রেখে পুরো এলাকাকে রাখা হয়েছে নিবিড় নজরদারির আওতায়।
সরেজমিনে দেখা গেছে, অনুষ্ঠানস্থল ঘিরে একাধিক স্তরের নিরাপত্তা বলয়, আলাদা প্রবেশ ও বহির্গমন পথ, এবং সার্বক্ষণিক দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন।
মঞ্চকেন্দ্রিক এলাকাজুড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম।
বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক সদস্য জানান,
“সম্ভাব্য জনসমাগমের বিষয়টি মাথায় রেখেই আগেভাগে পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
নিরাপত্তা সংশ্লিষ্টদের ভাষ্য,
“শান্তিপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করাই মূল লক্ষ্য। এ জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।”
নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবাও বিশেষ গুরুত্বে বিবেচনা করা হয়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশে স্থাপন করা হয়েছে—
গরমজনিত অসুস্থতা বা দুর্ঘটনার মতো যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট টিমগুলো।