01/21/2026 নিজেদের মধ্যে বিভেদ হলে দেশ আবার অন্ধকারে যাবে: আলেমদের উদ্দেশে মির্জা ফখরুলের সতর্ক বার্তা
odhikarpatra
২৮ December ২০২৫ ২০:০৭
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
দেশের চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভেদ তৈরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে এবং এতে দেশ ও জনগণ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
রোববার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও শহরের গড়েয়া রোডে মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মাঠে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে দেশ আবার অন্ধকারের দিকে ধাবিত না হয়।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পেছন থেকে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষার এই সন্ধিক্ষণে বিভেদ নয়, ঐক্যই হতে হবে প্রধান শক্তি।
আলেম-ওলামাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে দেশ কারা পরিচালনা করবে, সেই সিদ্ধান্ত আপনাদের হাতেই। গত ১৫ বছরে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, অর্থনীতি ভেঙে ফেলা হয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থাকে লুটপাটের মাধ্যমে কিছু মানুষকে অতি ধনী করা হয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ও সত্যের পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে তিনি ১১ বার কারাবরণ করেছেন। সেই সময়ে আলেম-ওলামাসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছেন।
বিএনপির আদর্শ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়নের প্রশ্নই ওঠে না। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং বিএনপি শান্তিপূর্ণ পরিবেশে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তাদের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় বিএনপির ভূমিকা ঐতিহাসিক।
আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রায় দুই হাজার শিক্ষার্থী হত্যার মাধ্যমে দেশকে রক্তাক্ত করা হয়েছিল। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দি অবস্থায় চিকিৎসা বঞ্চনার কথাও উল্লেখ করেন।
ইশতেহার প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার গঠন করলে দেশের মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে মাসিক সম্মাননার ব্যবস্থা করা হবে।
সভায় তিনি শহীদ ওসমান হাদি, আবু সাঈদসহ আগস্ট আন্দোলনের সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং আলেম-ওলামাদের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও বড় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান এবং ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ রশিদ।
এ সময় বিএনপি মহাসচিব ঘোষণা দেন, তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।