01/21/2026 খালেদা জিয়ার দোয়া মাহফিলের খাবারের তাঁবুতে হামলা, আহত ২
odhikarpatra
১২ January ২০২৬ ২৩:০২
বাগেরহাট প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বাগেরহাটের মোংলায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানের আগে খাবার তৈরির তাঁবুতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (আজ) বিকেলে মোংলা উপজেলার হেলিপ্যাড মাঠে এই ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগেই সভামঞ্চসংলগ্ন খাবার প্রস্তুতের তাঁবুতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
আয়োজকদের অভিযোগ, প্রায় ১০ হাজার মানুষের জন্য খাবার রান্না ও প্যাকেটজাত করা হচ্ছিল। বেলা আনুমানিক ১টার দিকে মোটরসাইকেলে করে ১৫–২০ জন এসে তাঁবুতে হামলা চালায়। এ সময় তারা খাবারের কিছু প্যাকেট লুট করে এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। হামলায় খাবারের তত্ত্বাবধানে থাকা দুজন ব্যক্তি আহত হন।
আহতরা হলেন—রামপাল উপজেলার ৬ নম্বর হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি ছোবহান মোল্লা ও মো. মাইনুল। দুজনই স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের কর্মী বলে জানা গেছে।
আহত ছোবহান মোল্লা জানান, হামলার সময় প্রাণ বাঁচাতে তারা পাশেই অবস্থিত মোংলা থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হামলার পরও বিকেল পাঁচটার দিকে এম এ এইচ সেলিম তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে হেলিপ্যাড মাঠে উপস্থিত হন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের প্রার্থীরাও অংশ নেন বলে জানা গেছে।
ঘটনার পর সন্ধ্যায় মোংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এম এ এইচ সেলিম অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, আবু হোসেন ও আবুল কাশেম নামের দুই নেতার নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে বলে আয়োজকদের কাছ থেকে শুনেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে যাননি এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করায় রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনাটি বড় কোনো সংঘর্ষে রূপ নেয়নি এবং এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।
#খালেদা_জিয়া #দোয়া_মাহফিল #মোংলা #বাগেরহাট #নির্বাচনী_সহিংসতা #BNP #স্বতন্ত্র_প্রার্থী #অধিকারপত্র