01/21/2026 দলীয় কার্যালয়ে অবরুদ্ধ জামায়াত নেতা, মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি
odhikarpatra
২১ January ২০২৬ ০০:০০
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
সুনামগঞ্জ–১ আসনে (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) দলীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকার কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত চলা এই ঘটনার ফলে আসনটিতে জামায়াত নির্বাচনে থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০–দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে আসনটি অন্য শরিক দলকে ছাড় দেওয়ার সিদ্ধান্তের কথা শুনে ক্ষুব্ধ হন জামায়াতের নেতা–কর্মীরা। এর জেরে দুপুরে সুনামগঞ্জ জেলা শহরে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
বেলা তিনটার দিকে জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খানসহ কয়েকজন নেতাকে জেলা কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন কর্মী–সমর্থকেরা। প্রায় দুই ঘণ্টা তাঁরা অবরুদ্ধ অবস্থায় থাকেন। বিকেল সোয়া পাঁচটার পর তালা খুলে দেওয়া হলেও ততক্ষণে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়ে যায়।
এ সময় জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ, অফিস সম্পাদক মো. নুরুল ইসলামসহ একাধিক নেতা ভেতরে অবস্থান করছিলেন।
জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, আগে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসনটি ছাড় দেওয়ার আলোচনা থাকলেও দলটি ঐক্য প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর পর নেতা–কর্মীরা মনে করেছিলেন জামায়াতই এখানে নির্বাচন করবে। তবে মঙ্গলবার সকালে খবর আসে, জোটের প্রার্থী হিসেবে নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ খবরেই ক্ষোভ চরমে ওঠে।
অবরুদ্ধ অবস্থায় সাংবাদিকদের উদ্দেশে জানালা দিয়ে কথা বলেন মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি বলেন,
“জাতীয় স্বার্থে ১০–দলীয় জোট হয়েছে। আমি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করতে যাচ্ছিলাম। কর্মী–সমর্থকেরা আবেগ থেকে যেটা করেছেন, সেটা তাঁদের ভালোবাসা থেকেই। তবে আমি দলীয় সিদ্ধান্ত মেনেই কাজ করব।”
নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং জোটের সিদ্ধান্ত। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতির সমাধান হবে।
এদিকে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, এই আসনে জামায়াতের নির্বাচনে থাকা–না–থাকা বিষয়ে এখনো আলোচনা চলছে।
সুনামগঞ্জ–১ আসনে জামায়াত ও নেজামে ইসলাম পার্টির বাইরে আরও দুই প্রার্থী রয়েছেন—
#সুনামগঞ্জ_১ #জামায়াত #মনোনয়ন_প্রত্যাহার #রাজনীতি #নির্বাচন #জোটরাজনীতি #অধিকারপত্র