01/23/2026 সংখ্যালঘু অংশগ্রহণে বাড়ছে ভোটের লড়াই: জাতীয় নির্বাচনে ৮০ প্রার্থী মাঠে
odhikarpatra
২৩ January ২০২৬ ১৩:৩৭
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১২ জন স্বতন্ত্র প্রার্থী এবং ১০ জন নারী প্রার্থী রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এবারের নির্বাচনে সংখ্যালঘু প্রতিনিধিত্বকে দৃশ্যমান করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুরুতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল হয় এবং ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে চূড়ান্তভাবে ৮০ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। তবে একটি প্রধান রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বামপন্থী দলগুলো সংখ্যালঘু প্রার্থী মনোনয়নে এগিয়ে রয়েছে।
এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, জাসদসহ মোট ২২টি দল সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছে।
বিএনপি এবার ৬ জন সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তাঁদের মধ্যে দলটির শীর্ষ পর্যায়ের দুই নেতা রয়েছেন।
অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে মনোনয়ন দিয়েছে।
সংখ্যালঘু সম্প্রদায় থেকে ১২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারী প্রার্থীদের মধ্যে বিভিন্ন বাম ও জাতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। একজন নারী প্রার্থী স্বতন্ত্র হিসেবেও লড়ছেন।
বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু সম্প্রদায়ের এই অংশগ্রহণ নির্বাচনী রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবণতার ইঙ্গিত দেয়। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#জাতীয়নির্বাচন #সংখ্যালঘুপ্রার্থী #বাংলাদেশরাজনীতি #Election2026 #MinorityRepresentation #OdhikarPatra #BangladeshPolitics