01/25/2026 জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান কওমি আলেমদের
odhikarpatra
২৪ January ২০২৬ ২১:৩৮
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘প্রত্যক্ষ রাজসাক্ষীর বয়ানে জামায়াত-শিবির-মওদুদিবাদের মুখোশ উন্মোচন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কওমি ঘরানার আলেমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির লেখক শাকের হোসাইন শিবলি, যিনি একসময় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের নামে মওদুদিবাদ ও ভ্রান্ত আকিদা প্রচারের অভিযোগে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা দাবি করেন, জামায়াতের সঙ্গে আলেম সমাজের বিরোধ রাজনৈতিক নয়, বরং আদর্শিক।
ইসলামী আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘সাতচল্লিশের দেশভাগ থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান: আলেম সমাজের ভূমিকা ও আগামীর করণীয়’ শীরোনামে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মুফতি রিজওয়ান রফীকি।
অনুষ্ঠানে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আজম খানসহ বিভিন্ন কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষকরা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বইটি একটি প্রামাণ্য গ্রন্থ, যেখানে জামায়াত-শিবির সংশ্লিষ্ট মতাদর্শ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন আলেমের সাক্ষাৎকার এবং নির্যাতনের শিকার আলেমদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
বক্তারা বলেন, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে জামায়াত ইসলামের বিভিন্ন বিধানকে অপব্যাখ্যা করছে এবং ইসলামী ঐক্যের নামে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের মতে, অতীতে বারবার নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর ঐক্য ভাঙার অভিযোগ রয়েছে জামায়াতের বিরুদ্ধে। ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে দেশের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
#জামায়াত #কওমি_আলেম #জাতীয়_প্রেসক্লাব #নির্বাচন২০২৬ #মওদুদিবাদ #অধিকার_পত্র