01/25/2026 প্রচারের শুরুতেই উত্তাপ, মুখোমুখি বিএনপি–জামায়াত
odhikarpatra
২৪ January ২০২৬ ২১:৪৪
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
প্রায় দেড় দশক পর প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের পথে এগোচ্ছে বাংলাদেশ। শান্ত পরিবেশে শুরু হওয়া নির্বাচনী প্রচারের প্রথম দিকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে প্রকাশ্য রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। প্রচারের প্রথম দুই দিনেই দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যে পাল্টাপাল্টি আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১০–দলীয় জোট মূল প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে মাঠে নেমেছে। তবে ভোটযাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই উভয় পক্ষ মুক্তিযুদ্ধ, ধর্মের ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও বিদেশি আধিপত্য ইস্যুতে একে অপরের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করেছে।
গত দুই দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকাসহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলে একাধিক জনসভায় বক্তব্য দেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় টানা জনসভা করেন।
তারেক রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের ভূমিকা প্রসঙ্গ তুলে ধরে ধর্মের অপব্যবহারের অভিযোগে প্রতিপক্ষকে আক্রমণ করেন। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপি, পোস্টাল ব্যালট ছিনতাই ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের আশঙ্কার কথা তুলে ধরে সতর্কবার্তা দেন।
জামায়াতের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে অতীত ও সাম্প্রতিক দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। দলটির নেতারা বিএনপিকে ‘নব্য ফ্যাসিবাদী’ ধারার রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগও করেন।
নির্বাচনী প্রচারে ধর্মীয় ভাষ্যও বড় ইস্যু হয়ে উঠেছে। জামায়াতের শীর্ষ নেতারা নির্বাচনকে নৈতিক ও আদর্শিক পরিবর্তনের মাধ্যম হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে বিএনপি ধর্মীয় আবেগ ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে প্রতিপক্ষকে সমালোচনা করছে।
বিদেশি আধিপত্য প্রসঙ্গেও দুই দলের অবস্থান বিপরীতমুখী। বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কোনো বিদেশি প্রভাব না মানার কথা বলছে। জামায়াতও একইভাবে আধিপত্যবাদের বিরোধিতা করলেও তারা বিএনপির বিরুদ্ধে নির্দিষ্ট দেশের প্রভাবের অভিযোগ তুলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই এখন বিএনপি ও জামায়াতের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তর্ক ও সমালোচনা স্বাভাবিক, তবে তা যেন সংঘাতের দিকে না যায়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অন্যদিকে বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, নির্বাচনের সময় পাল্টাপাল্টি আক্রমণ বাংলাদেশের রাজনীতির চিরাচরিত বৈশিষ্ট্য। তবে প্রচারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি, যাতে শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না হয়।
প্রচারের প্রথম দুই দিনেই স্পষ্ট হয়েছে—এবারের নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় স্বার্থকে সামনে রেখে ভোট চাইছে। আর জামায়াত দুর্নীতিবিরোধী অবস্থান, ধর্মীয় ভাষ্য ও আধিপত্যবাদবিরোধী রাজনীতির কথা বলে সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ফলে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মুখোমুখি রাজনৈতিক সংঘাতের আবহ আরও ঘনীভূত হওয়ার ইঙ্গিত মিলছে।
#বিএনপি #জামায়াত #নির্বাচন২০২৬ #রাজনৈতিক_প্রচার #তারেক_রহমান #শফিকুর_রহমান #অধিকার_পত্র