01/26/2026 গুঞ্জনে জল ঢেলে মিরপুরেই বুলবুল, দেশ ছাড়েননি বিসিবি সভাপতি
odhikarpatra
২৬ January ২০২৬ ১৫:৩৫
স্পোর্টস ডেস্ক, অধিকার পত্র ডটকম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান অস্থির পরিস্থিতির মধ্যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (২৬ জানুয়ারি) বিসিবির সদর দপ্তর মিরপুরে উপস্থিত থাকতে দেখা গেছে বিসিবি সভাপতিকে।
সোমবার সকালে তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন বলে নিশ্চিত করেছে বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্র। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘মধ্যরাতে দেশত্যাগ’–সংক্রান্ত খবরকে সরাসরি নাকচ করে দেওয়া হয়।
রোববার রাত থেকে গুঞ্জন ওঠে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে নাকি বিসিবি সভাপতি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং ফেরার কোনো নির্দিষ্ট সূচিও নেই। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
বর্তমানে বিসিবি প্রশাসন নানা চাপের মধ্য দিয়ে যাচ্ছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। একই সময়ে পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। কয়েকজন পরিচালকের বিতর্কিত বক্তব্য বোর্ডকে আরও চাপে ফেলেছে, যার প্রভাব পড়ে বিপিএলেও—যেখানে ক্রিকেটাররা একপর্যায়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন।
এ ছাড়া বিতর্কের মুখে থাকা পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিষয়টি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তদন্তাধীন রয়েছে।
এই টালমাটাল পরিস্থিতিতে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে সর্বশেষ তথ্যে স্পষ্ট, আমিনুল ইসলাম বুলবুল দেশেই অবস্থান করছেন এবং বিসিবির চলমান সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখছেন।
#বিসিবি #আমিনুল_ইসলাম_বুলবুল #বাংলাদেশ_ক্রিকেট #মিরপুর #BPL #CricketBangladesh #OdhikarPatra