01/26/2026 কান ধরিয়ে ওঠবসের ভিডিও ভাইরাল: ডাকসু সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার
odhikarpatra
২৬ January ২০২৬ ১৭:০৭
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও জিমনেসিয়ামে কিশোর ও তরুণদের কান ধরে ওঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
পরপর দুই দিন ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। ভিডিও দুটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সর্বমিত্র চাকমা দুঃখ প্রকাশ করেন এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
সর্বমিত্র চাকমা ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার্থী রাজনীতি ও দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।