11/14/2025 শেষপর্যন্ত কি বি এন পি সংস্কারপন্থীরা নিয়ন্ত্রণ করবে
Mahbubur Rohman Polash
৬ April ২০১৮ ১৬:০৫

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ দলীয় জোটের সমন্বয়কের পদ হতে সরিয়ে নজরুল ইসলাম খানকে মনোনীত করার পর হতেই মহাসচিব হিসেবে মির্জা ফখরুল এক সময়ের খালেদা-বিরোধী ও সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত নেতাদের কাছে টানতে শুরু করেন। এদের মধ্যে লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন, এমরান সালেহ প্রিন্স, মেজর (অব.) কামরুল ইসলাম, ব্যারিস্টার জিয়াউর রহমান খান- এরকম সংস্কারপন্থীরা এখন দলীয় চেয়ারপারসনের কার্যালয় এবং দলীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত শুরু করেছেন এবং কর্মকাণ্ডে তাদের যথেষ্ট সক্রিয় দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০০৭ সালে ড. ফখরুদ্দিন আহমেদের সেনা-সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করলে এই নেতারা প্রকাশ্যে এবং গোপনে ওই সরকারকে সমর্থন জানায়। বিএনপির মধ্যে এই নেতারাই বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার প্রস্তাব প্রণয়ন করেছিল। ওয়ান ইলেভেনের পর এরা দলে অপাংক্তেয় হয়ে পড়েন। কিন্তু বেগম জিয়া গ্রেপ্তার হবার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আস্তে আস্তে তাদের কাছে টানতে শুরু করেন।
সূত্রমতে, সরকারের সঙ্গে আঁতাত ও দল ভাঙ্গনের প্রচেষ্টার অভিযোগ ও সন্দেহের কারণে তারেক ও রিজভীপন্থী এবং সিনিয়র ও কট্টরপন্থীদের অসহযোগিতার ফলেই মির্জা ফখরুল সংস্কারপন্থীদের দিকে ঝুঁকেছেন এবং তাদেরকে দলে সক্রিয় করবার চেষ্টা করে যাচ্ছে