11/14/2025 যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ সম্মেলন এর মাধ্যমে পূর্নাঙগ কমিটির অধিকার চায় : এ কে এম চৌধুরী।
Mahbubur Rohman Polash
২ June ২০১৮ ০৬:০৩
যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ সম্মেলন এর মাধ্যমে পূর্নাঙগ কমিটির অধিকার চায় : এ কে এম চৌধুরী ত্রিবার্ষিক সম্মেলন এর মাধ্যমে স্টেট যুবলীগ ৩১ সদস্য পূর্ণাঙগ কমিটি করার আহবান
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখা পেডে বাংলাদেশ আাওয়ামীযুবলীগ যুক্তরাষ্ট্র শাখা এর আহবায়ক " এ কে এম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ন আহবায়ক বাহার খন্দকার সবুজ এর ধন্যবাদান্তে সাইন ব্যতিরেক। যুবলীগ যুক্তরাস্ত্র ফেসবুক পেজ হতে একট পোস্ট
করা হয় তাতে ক্যালিফোর্নিয়া স্টেট এর আহবায়ক সূবর্ন নন্দি তাপস এর সভাপতিত্বে আগামী ১৫ জুলাইয়ের ২০১৮ মধ্যে পূর্নাঙগ করার অনুরো জানানো হয়েছে।