11/13/2025 অনিন্দ সুন্দরী পৃথিবী সেরা আবেদনময়ী নারী ক্রোশিয়ার প্রধান মন্ত্রি
Mahbubur Rohman Polash
১৪ July ২০১৮ ০৭:৪৫
আসছে ১৫ জুলাই 'ফ্রান্স- ক্রোয়েশিয়া' ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ফুটবল ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ দুনিয়ায় যাকে নিয়ে আলোচনার কমতি নেই তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। তিনি প্রথম আলোচনায় আসেন 'রাশিয়া-ক্রোয়েশিয়া' ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে। গায়ে দলের জার্সি পরে সারাক্ষণ দলের জন্য জাগিয়েছেন প্রেরণা। নেচে-গেয়ে উল্লাসে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বকে।