11/14/2025 নির্বাচন বর্জন করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনের আগে একটা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে:কাদের
Mahbubur Rohman Polash
৩১ July ২০১৮ ০৬:১৬
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ বলেছে, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তিন সিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এক্ষেত্রে বিএনপির অভিযোগ পূর্ব নির্ধারিত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জন করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনের আগে একটা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে গতকাল সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।