সরকারপন্থী ড্রুজ মিলিশিয়ারা মঙ্গলবার স্বইদায় ইসলামিক স্টেট গ্রুপের এক সদস্যকে ফাঁসি দিয়েছে। জিহাদিরা সংখ্যালঘু সম্প্রদায়টির এক তরুণ জিম্মির শিরñেদ করার মাত্র কয়েকদিন পর তাকে ফাঁসি দেয়া হলো। সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র। ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা দুই সপ্তাহেরও কম সয়ম আগে প্রত্যন্ত একটি গ্রাম থেকে ড্রুজ সম্প্রদায়ের ৩০ জন বেসামরিক নাগরিককে অপহরণ করে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জিহাদিরা দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশে নির্মম হত্যাযজ্ঞ চালানোর সময় এদের অপহরণ করে। জিম্মি ও শিরñেদের ঘটনায় ড্রুজদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মিলিশিয়ারা এক আইএস সদস্যকে ফাঁসি ঝুলিয়ে এর প্রতিশোধ নেয়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বলেন, ‘স্বইদা এলাকায় সরকারপন্থীদের ওপর হামলার সময় আইএসের এক সদস্যকে আটক করা হয়েছিল।’
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com