11/14/2025 অাসুন ভালোকে ভালো বলি, মন্দকে শুধরে দেবার চেষ্টা করি:ডা. দীপু মনি
Mahbubur Rohman Polash
১৮ August ২০১৮ ০০:৫৮
ছাত্রলীগ শুনলেই কারো কারো গাত্রদাহ হয়। ভালো-মন্দ কোথায় নেই? ভালোটুকুকে উপেক্ষা করে শুধু মন্দের খোঁজে থাকলে ভালো হারিয়ে যাবে। অাসুন ভালোকে ভালো বলি, মন্দকে শুধরে দেবার চেষ্টা করি। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের, বাঙালীর সব অর্জনের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
অামি গর্বিত অামাদের দু'টি ছোট ভাইয়ের ভালো ফলাফলে।
এরকম অারোও বহু অাছে। অারোও বহু হবে ইনশাল্লাহ্। অভিনন্দন কামরুজ্জামান প্রধানীয়া ও হোসেন অালী মজুমদারকে যথাক্রমে হিসাব বিজ্ঞানে এমবিএ এবং অর্থনীতিতে এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণী পাওয়ায়। শুভকামনা রইলো তোদের জন্য।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এম পি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি একটি সত্য সুন্দর একটি লিখা লিখেন যাতে ছাএলীগ তার হারানো শৌর্য ফিরে পায়।