11/15/2025 প্যারিসে ছুরি নিয়ে হামলা চালিয়ে মা-মেয়েকে হত্যা করেছে এক ব্যক্তি।
Mahbubur Rohman Polash
২৩ August ২০১৮ ২২:৩৯
প্যারিসে ছুরি নিয়ে হামলা চালিয়ে মা-মেয়েকে হত্যা করেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার প্যারিসের উপশহর ট্যাপেস এ ঘটনা ঘটে। খবর এএফপির।
এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। তবে এটি সন্ত্রাসী হামলা না পারিবারিক বিরোধ তা এখনও নিশ্চিত নয়। পুলিশ বলছে, নিহত ২ নারী হামলাকারীর মা ও বোন।
পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলায় আরও ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার অবস্থা গুরুতর।
ট্রাপেস উপশহরটি মুসলিম অধিবাসী অধ্যুষিত। এখান থেকে বিপুল সংখ্যক যুবক আইএসের পক্ষে লড়াই করতে সিরিয়া ও ইরাকে গিয়েছিলেন