11/15/2025 বয়স্কদের সম্মান করতে চীনে প্রচারণা শুরু
Mahbubur Rohman Polash
৮ September ২০১৮ ২১:৪৫
চীনা সমাজে বয়স্কদের সম্মান ও ভালবাসতে উৎসাহ দেয়ার জন্য এক মাসব্যাপী প্রচারণা শুরু হতে যাচ্ছে। দেশটির প্রবীণ বিষয়ক ন্যাশনাল ওয়ার্কিক কমিশনের কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।
কমিশন এক সার্কুলারে বলেছে, অক্টোবর মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই প্রচারণা অভিযান চলবে। বয়স্কদের সম্মান ও ভালবাসা দেয়ার প্রয়োজনীয়তা এবং তাদের সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই অভিযানটি চালানো হচ্ছে।
বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাগুলোতে বয়স্কদের সম্মানমূলক শিক্ষা কার্যক্রম চালানো, বৃদ্ধাশ্রম পরিদর্শন এবং বৃদ্ধদের আইনগত অধিকার সুরক্ষায় তাদের সহায়তা করার উৎসাহ দেয়া হচ্ছে।
ব্যক্তি পর্যায়ে দৈনন্দিন কাজ করার সময় কিভাবে বয়স্কদের সম্মান দিতে হবে তা শেখানো হচ্ছে।
এ বছর এই প্রচারণা ও সমাজ সংস্কার কার্যক্রমটির ৪০তম বার্ষিকী পালিত হচ্ছে।