11/15/2025 মেক্সিকোতে সাংবাদিক নিহত
Mahbubur Rohman Polash
২২ September ২০১৮ ০৯:৪৮
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে বন্দুকধারীদের গুলিতে এক সংবাদিক নিহত হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার ওপর এ হামলা চালানো হয়। শুক্রবার তার সংবাদপত্র একথা জানিয়েছে।
এনিয়ে চলতি বছর দেশটিতে নয়জন সাংবাদিককে হত্যা করা হল।
পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম মারিও গোমেজ। তিনি এল হেরাল্ডো ডি চাইপাস পত্রিকায় কাজ করতেন। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পর মেক্সিকো হচ্ছে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দেশ। মেক্সিকোয় সাংবাদিকদের ওপর যে সহিংস হামলা চালানো হচ্ছে এটি তার সর্বশেষ ঘটনা।
নাম প্রকাশ না করার শর্তে মারিওর এক সহকর্মী বলেন, ‘তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল। তিনি সম্প্রতি এ ব্যাপারে থানায় অভিযোগ করেন।’
পত্রিকার পক্ষ থেকে বলা হয়, মারিও ইয়াজালোন শহরের দায়িত্বে নিয়োজিত সাংবাদিক ছিলেন। কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি এসে “ঠান্ডা মাথায় তাকে হত্যা করে’। তারা তার পেটে বেশ কয়েক রাউন্ড গুলি করে।
৩৫ বছর বয়সী মারিওকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।- খবর এএফপি’র।