11/15/2025 কানাডার রাজধানী অটোয়ার কাছে টর্নেডোর আঘাত
Mahbubur Rohman Polash
২২ September ২০১৮ ১২:৩৯
কানাডার রাজধানী অটোয়ার কাছে একটি টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও এতে বাড়িঘরের ক্ষতি হয়েছে, বেশ কয়েকটি গাড়ি উল্টে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ১ লাখ ৩০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছে, শুক্রবার রাজধানী থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে গাতিনেয়াউ নগরীতে ঝড়টি ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার আঘাত হানে।
অটোয়া জরুরি বিভাগের কর্মকর্তা এন্থনী ডি মন্টে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ঝড়ে প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
এদিকে বিদ্যুৎ কোম্পানি হাইড্রোকুইবেক জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অটোয়া এলাকার ১ লাখ ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুর্যোগপূর্ণ এই সময়ে প্রতিবেশীদের লক্ষ্য রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
তিনি টুইটারে জানান, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি লক্ষ্য রাখছি।’-খবর বার্তা সংস্থা এএফপি’র।