11/14/2025 বিএনপি-জামায়াত এদেশের রাজনৈতিক খুনী চক্র : তথ্যমন্ত্রী
Mahbubur Rohman Polash
১১ October ২০১৮ ১৯:০১
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২১ আগষ্ট গ্রেনেড হামালার মামলায় রায়ের পর প্রমাণ হলো বিএনপি-জামায়াত হচ্ছে একটা রাজনৈতিক খুনী চক্র।
আজ বৃহষ্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া ভেড়ামারায় দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াত চক্রের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শারীরিক ভাবে নিশ্চিহ্ন করা। তাই তারা এ দেশের জন্য, দেশের রাজনীতির জন্য বিপদ জনক। এদের পক্ষে ড. কামাল হোসেনদের উকালতি হচ্ছে একটা বড় ধরণের বিশ্বাস ঘাতকতা।
মতবিনিময় সভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাসদ নেতা বেনজির আহমেদ বেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।