11/14/2025 বাগেরহাটের শিকদার বাড়ি পূজামণ্ডপ যেন দেব-দেবীর স্বর্গরাজ্য।
Mahbubur Rohman Polash
১৭ October ২০১৮ ১২:১৩
বাগেরহাটের শিকদার বাড়ি পূজামণ্ডপ যেন দেব-দেবীর স্বর্গরাজ্য। এ পূজামণ্ডপে এ বছর দেব-দেবীর ৭০১টি প্রতিমা সাজিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। হিন্দুপুরাণ মহাভারত এবং রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিমার মাধ্যমে।
দুর্গাপূজা এখানে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের সর্বত্রই উৎসবের আমেজ।
গত বছর এখানে বিভিন্ন দেব-দেবীর ৬৫১টি প্রতিমা স্থাপন করা হয়েছিল। এ বছর প্রতিমার সংখ্যা আরও ৫০টি বাড়িয়ে ৭০১টি করা হয়েছে। আট বছর ধরে চলতে থাকা শিকদার বাড়ি পূজামণ্ডপে প্রতিবছরই প্রতিমার সংখ্যা বেড়ে চলেছে। জাতি ধর্ম নির্বিশেষে দেশি-বিদেশী দর্শনার্থীদের ঢল নামে এই পূজামণ্ডপে।