11/14/2025 বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ ইসি’র
Mahbubur Rohman Polash
৩০ October ২০১৮ ০০:৩৯
নির্বচন কমিশন (ইসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করেছে।
রোববার (২৮ অক্টোবর-’১৮) প্রকাশিত এই গেজেটে বলা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি অনুচ্ছেদের শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল।
এর প্রেক্ষিতে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন প্রদান করা হয়েছিল (নিবন্ধন নং ০১৪)। দলটির নিবন্ধন নম্বর ছিল ১৪।
গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত ৬৩০ নং রিট পিটিশনের প্রদত্ত রায়ে আদালত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ আর্টিকেলের ৪ সাব-ক্লজ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ( নিবন্ধন নং-০১৪) নিবন্ধন বাতিল করা হল।