11/14/2025 ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
Mahbubur Rohman Polash
১ November ২০১৮ ১৬:০২
সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাই ব্রেকারে ৪-২ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশ। ২০১৫ সালে এই ভারতকে হারিয়েই সাফ অনুর্ধ্ব-১৫ শিরোপা জিতেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার নেপালের কাঠমুন্ডুতে বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে সেমিফাইনালে মুখোমুখি হয় দুদল।
ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাই ব্রেকারে। টাই ব্রেকারে ভারতীয় যুবারা হেরে যায় ৪-২ ব্যবধানে। বাংলাদেশ এই আসরে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করল।
ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশের যুবারা। ভারতের মিডফিল্ডার হার্শ শৈলাসের গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান।
আসরের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে যুবারা। ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে তাঁরা ভুটানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল।