11/14/2025 আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
Mahbubur Rohman Polash
৯ November ২০১৮ ১৭:৪৪
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মাধ্যমে শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে ফর্ম বিক্রি শুরু হয়।
প্রধানমন্ত্রীর মনোনয়ন ফর্ম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন ওবায়দুল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন।