11/14/2025 নিজেদের পাপের পরিচয় নিজেরাই দিলো বিএনপি
Mahbubur Rohman Polash
১৫ November ২০১৮ ২০:৩৪

অধিকারপত্র ডেক্স: রাজধানীর নয়াপল্টনে বুধবার (১৪ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার সময় তোলা দুই তরুণের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নামে। ঘটনার এক দিন পর অবশেষে তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।

পুলিশ বলছে, ওই দুইজনই ছাত্রদলের কর্মী। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, পুলিশের গাড়িতে যে যুবক আগুন দিয়েছে তার নাম শাহজালাল খন্দকার। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।’

একই ঘটনার সময় পুলিশের গাড়ির ওপর যে যুবককে লাফাতে দেখা গেছে, তিনিও ছাত্রদলের পল্টন কমিটির সদস্য।

সন্ত্রাস ও অগ্নি-সংযোগকারী শাজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভূইয়া কে দল থেকে বহিঃষ্কার করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি ।