11/14/2025 সায়মা ওয়াজেদকে মন্ত্রিসভার অভিনন্দন
Mahbubur Rohman Polash
২০ November ২০১৮ ১১:৫৬
অধিকারপত্র ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন দ্বিতীয়বারের মতো 'ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার'র আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ে জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ সম্প্রতি পুন নেতৃত্ব লাভ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাকে এই অভিনন্দন জানানো হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সায়মা ওয়াজেদ হোসেন দ্বিতীয়বারের মতো 'ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার'র আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা তাকে অভিনন্দন জানিয়েছে।