11/14/2025 বিবিসির ১০০ নারীর তালিকায় সীমা সরকার
Mahbubur Rohman Polash
২০ November ২০১৮ ১২:০৮
অধিকারপত্র ডেক্স: সীমা সরকার যিনি তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে হৃদয় সরকারকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে যান। এই ছবি সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আরও যারা এই তালিকায় স্থান পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনের কথা উল্লেখ করা হল।
সীমা সরকার:
সীমা সরকার যিনি তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে হৃদয় সরকারকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে যান। এই ছবি সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের এমন ভালোবাসায় মুগ্ধ হয় অনেকে। প্রতিবন্ধী ছেলেকে পড়াশোনা করানোয় নিগ্রহের শিকারও হয়েছেন সীমা সরকার। স্বল্প আয়ের পরিবারে প্রতিবন্ধী শিশুকে পড়াতে গিয়ে আর্থিক অনটনেও পড়েছেন সীমা সরকার। বাংলাদেশে প্রায় কোন শিক্ষা-প্রতিষ্ঠানেই শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য ব্যবস্থা নেই। ছেলেকে কোলে নিয়ে তিন-চার তলা সিঁড়িও বেয়েছেন সীমা সরকার। এই ছবি সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের এমন ভালোবাসায় মুগ্ধ হয় অনেকে।