11/14/2025 আওয়ামী লীগ কারো উপর ভর করে নির্বাচন করে না-কাদের
Mahbubur Rohman Polash
২১ November ২০১৮ ১৮:৩৯
অধিকারপত্র ডেক্স: পুলিশ হেড কোয়াটারে বসে আসন্ন নির্বাচন প্রভাবিত করা হচ্ছে, সম্প্রতি বিএনপি'র পক্ষ থেকে করা এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার(২১ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন। যেকোনো অভিযোগ তথ্য প্রমাণসহ উপস্থাপনের পাশাপাশি পল্টনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য বিএনপি'র প্রতি আহ্বান জানান তিনি। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন আ.লীগ সাধারণ সম্পাদক।
এ সময় ওবায়দুল কাদের বলেন, 'পুলিশের গাড়িতে আগুন দিল। এছাড়া গাড়িতে উঠে লাফালাফি করলো। ভিডিও ফুটেজে আছে এমন একজন ব্যক্তি সোমবার ধরা পড়লো। তাহলে সেকি রাজনৈতিক কারণে ক্ষমা পাবে। এ ধরনের অপরাধ যারা করবে তাদের নির্বাচনের কারণে ছাড় দেয়া হবে এটা যেন বিএনপি মনে না করে। তারা এগুলো বলে। কারণ অভিযোগ আর নালিশ বিএনপির পুরনো অভ্যাস।’