11/14/2025 জামায়াত-বিএনপির সম্পর্ক একেবারেই আদর্শিক: কাদের
Mahbubur Rohman Polash
১ December ২০১৮ ১৪:৩৬
বিএনপি ও জামায়াতের সম্পর্ক একেবারেই আদর্শিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার(০১ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সারাবছরই একসঙ্গে কাজ করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আর জামায়াতের সম্পর্কটা শুধু নীতি-আদর্শের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। তাদের লক্ষ্য-উদ্দেশ্য একই। তারা একসঙ্গে একই লক্ষ্য পূরণে কাজ করে।’
তিনি বলেন, ‘এই নির্বাচনকে সামনে রেখে জামায়াত বা এধরনের সংগঠনকে নিষিদ্ধ করা এখন আর সরকারের এখতিয়ারে নেই। আদালতও এসময়ের মধ্যে করতে পারবে বলে আমাদের মনে হয় না।’