11/15/2025 নির্বাচনে বিজয়ী হবে আওয়ামী লীগ: দ্য ইকোনোমিস্ট
Mahbubur Rohman Polash
১২ December ২০১৮ ১৮:৪৯
দ্য ইকোনোমিস্টের গোয়েন্দা শাখা বা দ্য ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে শেখ হাসিনার নেতৃত্বে থাকা দলটি।
দ্য ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের সর্বশেষ কান্ট্রি ব্রিফ বা দেশের সংক্ষিপ্ত পরিচিতিতে এমন আশা প্রকাশ করেন তারা। এতে বাংলাদেশের অর্থনীতির গতিশীলতা তুলে ধরা হয়।
লন্ডনভিত্তিক এই সংগঠনটির পূর্বাভাস বলছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৭ দশমিক ৭ শতাংশ। এ সময় ব্যক্তিগত ব্যয় ও নির্দিষ্ট বিনিয়োগে ব্যাপক উন্নতি দেখা যাবে।
এই প্রতিবেদনে বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা জিয়ার বিষয়টিও তুলে ধরা হয়।
এতে বলা হয়, দুর্নীতির দায়ে বর্তমানে জেলে আছেন খালেদা জিয়া। এ কারণে জাতীয় নির্বাচনে ভোট পাওয়ার সম্ভাবনা কমেছে দলটির।