11/14/2025 যুক্তরাজ্যের সঙ্গে আগাম বাণিজ্য আলোচনা নাকচ ইইউ’র
Admin 1
১ April ২০১৭ ১৮:১৫
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক শুক্রবার ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ, ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আলোচনার খসড়া নির্দেশাবলী প্রকাশ করে এ বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন।
খসড়াটি ইইউ এর বাকী ২৭ সদস্যর কাছে পাঠানো হয়েছে। এটিতে এখন তাদের অনুমোদন লাগবে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বাণিজ্যসহ সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই একসঙ্গে সমানতালে আলোচনা চালানোর অনুরোধ জানিয়েছিলেন ইইউ কে পাঠানো চিঠিতে। কিন্তু টাস্ক তা নাকচ করে বাণিজ্য আলোচনাকে রেখেছেন কয়েকটি বিষয়ের পরে।