11/14/2025 চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন সম্রাট
Mahbubur Rohman Polash
২১ February ২০১৯ ১৫:২০
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন সম্রাট
বৃহস্পতিবার সকালে শোক বার্তায় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এ শোক প্রকাশ করে।
শোক বার্তায় সম্রাট এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতাও কামনা করেন তিনি।
এই ঘটনায় আহতদের যথযথ চিকিৎসা দেয়া ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন, এবং ঢাকা মহানগর দক্ষিন এর সকল নেতা কর্মীদের যার যা সামর্থ্য অনুযায়ী সাহায্য -সহযোগীতা করার নির্দেশ দেন।
তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টা মসজিদের পাশে হাজী ওয়াহেদ মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত । অগ্নিকাণ্ডে ৭৬ জন নিহত হয়েছেন।