11/14/2025 ধন্যবাদ ঢাকা দক্ষিন নগর ভবন ধন্যবাদ মেয়র সাঈদ খোকন
gazi anwar
২৭ February ২০১৯ ১৬:৫৪
ধন্যবাদ ঢাকা দক্ষিন নগর ভবন ধন্যবাদ মেয়র সাঈদ খোকন।
কিন্তু ভাসমান হকারদের স্থায়ী একটা ব্যাবস্থা করে দিয়ে এর স্থায়ী সমাধান করেদিবেন বলে আশা করি।
আজকে কয়েকদিন বাসা থেকে বেড় হয়ে মনটা খুব ফুরাফুরা ও পুলকিত এত সুন্দর ঢাকা শুধু দেখা যায় ঈদের দিন, যানজট নাট, কোলাহল নাই, ফুট পাতে হকার দের উৎপাত নেই, কিন্তু হকারদের অসহায় চেহারা গুলো দেখলে মায়া ও লাগে জিজ্ঞাস করলাম কি খবর এখন, কেমনে লাগছে এমন সুন্দর ঢাকা, যানজট নাই, ফুটপাথ,পরিস্কার বলে ভালোই লাগে ভাই কিন্তু আমাগো ভেট ও তো চালাতে হবে আমাগো সংসার চলবে কেমনে, যাটজট থাকলেই আমার লস কি যানজট মুক্ত থাকলে আমার লাভকি ফুটপাথ সুন্দরি, ঢাকা নগরী সুন্দর দেখলে আমারও ভালো লাগে আমার। দূ:খ হয় খুব পেটে যখন খিদা লাগে আর পরিবার পরিজনদের মুখ গুলো চোখের সামনে আসে, তাই আমাদের পূর্নবাসন না করলে আমরা বসবোই জান বাচান ফরজ,এমন কথা প্রায় সব হকারের , এজন্য মাননীয় মেয়র মহোদয় এবং সরকারের অনুরোধ, সুন্দর এ ঢাকা যেন এমন সুন্দর থাকে ঢাকাবাসী যেন তাদের অধিকার থেকে বনবঞ্চিত না হয় আবার হকারদের অবৈধ কর্মকাণ্ড তো তাদেরে বৈধ সংসার পরিচালিত হয়। দীর্ঘ স্থায়ী পরিকল্পনা স্থায়ী করতে হকারদের পূর্নবাসন অতিব জরুরি