11/15/2025 ভারতীয় নৌবাহিনীর হাতে সবচেয়ে বড় পরমানু শক্তিচালিত সাবমেরিন
gazi anwar
৪ March ২০১৯ ২১:৩১
আকুলা শ্রেণির পারমাণবিক সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের ৩০০ কোটি ডলারের চুক্তিটি চলতি সপ্তাহে হতে যাচ্ছে। এই ধরনের সাবমেরিনকে ‘মাদার অব অল সাবমেরিন’ বলা হয়।
এর আগে গত বছর ৫.৫ বিলিয়ন ডলারের আরেকটি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ।
ইকোনমিকস টাইমস জানিয়েছে, দুই দেশের এই চুক্তিটি ৭ মার্চ হতে পারে।
এর আগে ভারত দুটি আকুলা শ্রেণির সাবমেরিন নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে।
নতুন চুক্তির পাশাপাশি চাকারা-২ সাবমেরিন নিয়ে চুক্তি বাড়াতে পারে ভারত। ভারত চাকারা-৩ ব্যবহার করছে দশ বছর ধরে। তার জায়গায় আসতে পারে চাকারা-২। ২০১২ সাল পর্যন্ত এটি ব্যবহার করত ভারত।
ভারতীয় নৌবাহিনীর হাতে আসা প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন হলো আইএনএস চক্র। সেটিও আকুলা-২ শ্রেণির। এটি রাশিয়ার কাছ থেকে ১০ বছরের লিজে এনেছিল তারা। ২০১২-র এপ্রিলে আইএনএস চক্র ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়। সেই লিজের মেয়াদ শেষ হওয়ার আগে একটি আকুলা-২ পারমাণবিক সাবমেরিন রাশিয়া থেকে নিয়ে আসে দেশটি।