11/14/2025 নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: উপাচার্য
Akbar
১২ March ২০১৯ ১০:১১
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আজ বলেছেন ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেলা ২টায় নির্বাচন শেষ হলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রিরা সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে এক উদাহরণ সৃষ্টি করেছে। উদ্যমী ছাত্র-ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করে।’
এদিকে বামপন্থী কোটা সংস্কার ও স্বতন্ত্র জোট নেতাও কর্মীবৃন্দের প্রতিবাদে বাংলাদেশ কুয়েত মৈত্রি হলের নির্বাচন বিলম্বিত হওয়ায় বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আন্দোলনের কারণে রোকেয়া হলের ভোট গ্রহণ স্থগিত হয়ে পড়ে। বিকাল ৩টায় আবার ভোট গ্রহণ শুরু হবে।