11/14/2025 আমরা ভাগ্যবান: মুশফিক
Akbar
১৫ March ২০১৯ ১০:৩৯
ডেস্ক: নিউজিল্যান্ডে এক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা। শুক্রবার ক্রাইস্টচার্চ শহরের মধ্যাঞ্চলে হ্যাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে এ হামলা হয়। এতে বেশ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য।
পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দ্রুত পার্ক ত্যাগ করে হোটেলে অবস্থান নেন।
এ ঘটনার পর টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ ক্রাইস্টচার্চে গোলাগুলির সময় আল্লাহ্ আমাদের বাঁচিয়েছেন। আমরা অনেক বেশি ভাগ্যবান। এমন কিছু পুনরায় দেখতে চাই না। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
টাইগার ওপেনার তামিম ইকবাল লিখেছেন, পুরো দল আজ বেঁচে গিয়েছে বন্দুকধারীদের হাত থেকে। ভয়াবহ অভিজ্ঞতা এবং আমাদের জন্য দোয়া করবেন।