11/14/2025 আশা করি প্রতিদান দিতে পারব
Akbar
২৪ March ২০১৯ ০৯:২১
ক্রীড়া: কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবার দুপুরে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দারাবাদ।
ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘কলকাতায় এসে এত দর্শকের সামনে খেলতে নামা, সেটাও আবার ইডেনে - এটা বিশাল একটা ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। এই ম্যাচটিকে ঘিরেই তাই এখন সকল পরিকল্পনা।’
নিজের ও দল হায়দারাবাদের প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়ে সাকিব আরো বলেন, ‘আমাদের সমর্থন দিন। আমাদের পাশে থাকুন। আমাদের ওপর বিশ্বাস রাখুন। আশা করি আমরা তার প্রতিদান দিতে পারব।’