11/14/2025 ইরানের পবিত্র নগরী মাশাদের কাছে শক্তিশালী ভূমিকম্প
Admin 1
৬ April ২০১৭ ০৩:২২
ইরানের মাশাদ নগরীর কাছে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। শিয়া মুসলিমরা নগরীটিকে অত্যন্ত পবিত্র মনে করে থাকেন। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।
এতে হতাহত বা ব্যাপক ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরীর প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে স্থানীয় সময় সকাল ১০ টা ৩৯ মিনিটে এটি আঘাত হানে।
মাশাদ নগরীর এক বাসিন্দা টেলিফোনে এএফপিকে বলেন, ‘এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এতে অনেক আতংকের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের সময় সবকিছু দুলছিল।’
উল্লেখ্য, ২০০৩ সালে ইরানে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩১ হাজার লোকের প্রাণহানি ঘটে।