11/14/2025 মুনশিগন্জ (বিক্রমপুর) জেলার মানুষ আরো একজন রত্ন হারালো
odhikar patra
১ May ২০১৯ ১৪:০৮
শোক সংবাদ!!!
মুনশিগন্জ (বিক্রমপুর) জেলার সিরাজদিখান থানার ইছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খ্যাতিমান শিক্ষাবিদ একজন সৎ মানুষ জনাব ইদ্রিস আলী তালুকদার আজ বাংলাদেশ সময় ভোর ৪ টায় না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
আজ বাদ আছর কুসুম পুরে মরহুমের জানাজা হবে, পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহপাক মুরুব্বিকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং পরিবারের সকল সদস্য কে এ শোক সহ্য কারার তৌফীক দান করুণ।
কুসুমপুর গ্রাম একজন মুরব্বিহারা হলেন।
হারালেন একটি পরিচয়।
কুসুমপুরের রত্ন ছিলেন তিনি। আর মুুুুনসীগনজ এর মানুষ হারালো একজন ভালো মানুুষ।
শ্রদ্ধাভরে স্মরণ করছি তার সকল উন্নয়নমুলক কর্মকান্ড।
সে ছিলেন একজন শিক্ষাগুরু ও কুসুমপুর গ্রামের অভিভাবক।
সাংসারিক জিবনে ও তিনি ছিলে সফল একজন মানুষ,
৪ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।
মাইনুদ্দিন, নুরুদ্দিন, আলাউদ্দিন এবং হেলালুদ্দিন (পাপ্পু)।ছেলেমেরা পিতার আদর্শ নিয়ে সবাই প্রতিষ্ঠিত। আাগামী শুক্রবার চেয়ারম্যান বাড়িতে মরহুমে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হবে, সকল শুভানুধ্যায়ী,এলাকার মানুষ মরহুমের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের পক্ষ হতে।