11/14/2025 গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
odhikar patra
১২ August ২০১৯ ১৪:১৫

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ১০টার পর তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর শোকের মাস আগস্ট। সেই বেদনা নিয়েও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এসময় ১৫ আগস্ট নিহতদের স্মরণ করেন তিনি। জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদেরও স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।