11/14/2025 যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত- পুলিশ সুপার গাজিউর রহমান
Mahbubur Rohman Polash
২ November ২০১৯ ২১:০৩
যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত- পুলিশ সুপার গাজিউর রহমান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরের ইউনাইটেড ক্লাবের আয়োজনে শেরপুর সরকারি ডি.জে হাইস্কুল মাঠে গত শুক্রবার বিকালে প্রয়াত এনামুল-কিংকর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা বাবুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) বগুড়া মো. গাজিউর রহমান। খাদেমুল ও রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, এসআই আব্দুল গফুর, বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি এস.এম ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম শফি, কানন, ইমরান, রায়হান, ইব্রাহিম, লিমন প্রমুখ। ফাইনাল খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা। তাদের নৈপূন্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। খেলায় নির্ধারিত সময়ের মধ্যেই চান্দাইকোনা সিআরসেভেন ১-০ গোলে শেরপুর ইউনাইটেড ফুটবল ক্লাবকে পরাজিত করেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।