11/17/2025 রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
odhikar patra
১৪ November ২০১৯ ১৬:৩১
রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় । দুপুরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এসিসহ দু’টি বগিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।