11/16/2025 শ্রীলঙ্কায় ক্ষমতায় চীনপন্থী রাজাপাকসের পরিবার
odhikar patra
১৭ November ২০১৯ ১৫:২১
প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন গোতাবায়া রাজাপাকসে। চীনপন্থী হিসেবে পরিচিত রাজাপাকসে পরিবার ফের শ্রীলঙ্কায় ক্ষমতায়। এতে উদ্বেগ বেড়েছে ভারতের। গোতাবায়ার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা দাবি করেছেন, শনিবারের নির্বাচনে ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া নির্বাচনী বিজয়ী হয়েছেন। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডের।
গোতাবায়ার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা। তিনি আরেক সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। রানাসিংহে হার স্বীকার করে গোতাবায়াকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন।
গোতাবায়া দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই। তিনি ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে মাহিন্দা রাজাপাকসের সময় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী।