ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের উপস্থাপক বলিউড সুপাস্টার সালমান খান। বর্তমানে ‘বিগবস ১৩’-এর উপস্থাপনা করছেন সালমান। সম্প্রতি এ অনুষ্ঠানের এক গোপন তথ্য ফাঁস করেছেন পাঞ্জাবি গায়িকা হিমাংশি খুরানা। যিনি এই সিজনেরই প্রাক্তন প্রতিযোগী। কিছিদিন আগেই শো থেকে বাদ পড়েছেন তিনি।

হিমাংশি খুরানা সংবাদমাধ্যমের কাছে বলেন, বিগবসে যা কিছু ঘটে সবই সাজানো নাটক। এখানে স্ক্রিপ্টের বাইরে কোনো কিছুই হয় না। এমনকি এ বছর সালমান বিগবস উপস্থাপনা করে কত টাকা নিচ্ছেন তাও বলে দিয়েছেন তিনি।

সম্প্রতি সালমান খানের বাসন মাজার একটি ভিডিও ভাইরাল হয়েছিলো। এ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন হিমাংশি। তিনি বলেন, ‘বসের ঘরে ঢুকে বাসন মাজার জন্য সালমানকে ৬৩০ কোটি দেওয়া হচ্ছে।’

‘বিগবস ১৩’-এর শুরুতেই শোনা গিয়েছিলো সালমান এই সিজনের প্রতি সপ্তাহে ১৩ কোটি রুপি নিচ্ছিলেন। সেই হিসাবে সব মিলিয়ে এবারের সিজনের জন্য সালমান ২০০ কোটিরও বেশি পাওয়ার কথা।

হিমাংশি খুরানার দেওয়া তথ্য শুনে চমকেছেন সবাই। বিগবস ১৩ সিজনের উপস্থাপনার জন্য সালমান খান আসলেই কী ৬৩০ কোটি টাকা পাচ্ছেন! এ বিষয় নিয়ে হিমাংশির ওই সাক্ষাৎকার ভাইরাল হতে শুরু করেছে।

দেড় বছরের প্রেম, অবশেষে বাগদান সৌমিকের

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদ। সম্প্রতি বাগদান সেরে ফেলেছেন তিনি। কনের নাম ফাতেমা তুজ জোহরা। বর্তমানে বিইউপিতে শেষ বর্ষে অধ্যয়নরত তিনি। অন্যদিকে সৌমিক বর্তমানে ‘এডিএ’তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

সৌমিক জানালেন, শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর চারুকলার পাশের এক খোলা মাঠে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই এ আয়োজন সম্পন্ন হয়।

বাগদানের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যসহ সেখানে আরও উপস্থিত ছিলেন সৌভিক আহমেদ, সালমান মুক্তাদির, তামিম মৃধা প্রমুখ।

সৌমিক আহমেদ বলেন, ‘ফাতেমার সঙ্গে প্রায় দেড় বছরের পরিচয় আমার। আমরা একে অপরকে বুঝে দুজন দুজনকে বেশ পছন্দ করি। এরপর পরিবারের মাধ্যমে আমাদের চার হাত করা হয়। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

বাগদান সারলেও চলতি বছরের ডিসেম্বরে বিয়ে হবে বলে জানান সৌমিক। তিনি বলেন, ‘ফাতেমা এখন শেষ বর্ষে পড়ছে। এ বছরই তার পড়াশোনা শেষ হবে। তাই বিয়ে ও আনুষ্ঠানিকতটা ডিসেম্বরেই করবো।