odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ট্রাম্পের অভিসংশনের নথিপত্র সিনেটে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ January ২০২০ ১০:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ January ২০২০ ১০:৪৮

 

ওয়াশিংটন, ১৬ জানুয়ারি, ২০২০ : ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশিত করার নথিপত্র বুধবার সিনেটে পাঠানো হয়েছে। এর মধ্যদিয়ে ঐতিহাসিক বিচারের কাজ শুরু হতে যাচ্ছে। আর এ বিচারে মার্কিন এ নেতা পদচ্যুত হওয়ার হুমকির মুখে রয়েছেন। খবর এএফপি’র।
রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যককনেল বলেন, বৃহস্পতিবার দুপুরে সিনেটে আনুষ্ঠানিকভাবে এসব নথি পড়ে শুনানো হবে। এর আগে এ বিচারের সভাপতিত্ব করতে সুপ্রিম কোর্টের প্রধান বিবচারপতি জন রবার্ট শপথ নেবেন।
এরপর জুরি হিসেবে সিনেটররা শপথ নেবেন।
আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার অভিসংশনের বিচার শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: