ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন আসাদুজ্জামান নূর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০ ০৮:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০ ০৮:৩৯

 

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২০ : নাটক ও সংস্কৃতিতে অবদানের জন্য আসাদুজ্জামান নূরকে ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার- ২০১৯’ ও পদক দেয়া হচ্ছে।
‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ ৮৬তম জন্মদিন উদযাপন জাতীয় পর্ষদ’-এর সদস্য সচিব গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৮ জানুয়ারি বিকেল ৪ টার দিকে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাট্যজন আসাদুজ্জামান নূরের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানের প্রধান অতিথি আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হক এই সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন।
এদিনই মমতাজউদদীন আহমদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশ্বনন্দিত চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা, ভাষাসৈনিক ও স্বাধীনতা সংগ্রামী। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে তিনি একুশে পদকে ভূষিত হন।



আপনার মূল্যবান মতামত দিন: