ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মিয়ানমারে ভয়াবহ অগ্নিকান্ড: অনেককে উদ্ধার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২০

 

ইয়াঙ্গুন, ২০ ফেব্রুয়ারি, ২০২০ : মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে বৃহস্পতিবার আগুন ধরে যাওয়া একটি ভবন থেকে অনেক লোককে উদ্ধার করা হয়েছে। ক্রেনের সাহায্যে ভবনটির ছাদ থেকে অনেককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
দমকল বাহিনীর প্রায় ৬০টি ট্রাক ১২ তলা বিশিষ্ট ওই ভবনের আগুন নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়। এ সময় ওই ভবন থেকে ব্যাপক ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যায়।
এ ঘটনায় মধ্য-সকাল নাগাদ মৃতের কোন খবর পাওয়া যায়নি এবং ভবনটিতে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নই নই নামের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি এএফপি’কে বলেন, তার বয়স্ক প্রতিবেশিদের সতর্ক করতে তিনি দ্রুত তার বাড়ি থেকে বেরিয়ে যান।
তিনি বলেন, ‘সেখানে ধোঁয়া এতই ঘন ছিল যে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না।’
তিনি আরো জানান, দমকল বাহিনীর কর্মীরা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছায়।



আপনার মূল্যবান মতামত দিন: