
সারা দেশ কোয়ারেন্টাইন হয়ে থাকলেও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি সানি লিওনের খ্যাতিতে। দিন দিন তাঁর জনপ্রিয়তা বাড়তেই চলেছে। এমনিতে বলিউডে কেরিয়ার শুরুর সময় থেকেই সানি লিওনকে নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছিল কারণ তিনি নীল ছবির দুনিয়া থেকে ইন্ডিয়া এসে বলিউডে পা রেখেছিলেন।
তবে এখন সেসব অতীত। এখন তিনি একের পর এক কাজ করেছেন বলিউডে নিজের স্বামীর সঙ্গে তিন সন্তানের মা হয়ে সানি এখন সামলাচ্ছেন সব কিছু। এখন তিনি নিজেও রয়েছেন কোয়ারেন্টাইনে।
কিন্তু এর মধ্যেও দর্শকদের জন্য ছবি পোস্ট করলেন নায়িকা। আর সেই ছবিতে তাঁকে দেখা গেল একদম আগের লুকে। যা দেখে খুশি তাঁর ফ্যানবেস। দেখুন সানির সেই ছবি।
আপনার মূল্যবান মতামত দিন: