ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে করোনা মোকাবেলায় মালখানগর ইউনিয়ন যুবলীগের জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত

ahsanul islam | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০ ০৫:০৮

ahsanul islam
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০ ০৫:০৮

http://www.odhikarpatra.com/uploads/shares/98-2020-04-29-23-03-59.jpgসিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ দেশে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দুরত্ব বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। পিছিয়ে নেই সহযোগী অঙ্গসংগঠন গুলোও। তেমনি প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা সংক্রমন ঠেকাতে কাজ করে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগ। এমনকি করোনা মোকাবেলায় তাদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দেখা যায়। যা এ উপজেলার অন্যান্য ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে তেমন লক্ষ্য করা যায় না। উপজেলা চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র  ও যুবলীগ নেতা আনিসুর রহমান রিয়াদ, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনের নেতৃত্ব করোনা মোকাবেলায় ওই ইউনিয়নে জনসচেতনতা মূলক বিভিন্ন  কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি যুবলীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণে মাঝে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি দিন ওই ইউনিয়নে বিভিন্ন স্থানে সন্ধ্যা ৬টার পর থেকে হ্যান্ড মাইকিং করা হচ্ছে। গণজমায়েত বন্ধ করাসহ অন্যান্য এলাকা থেকে বহিরাগত কেউ যাতে অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারেও তৎপর রয়েছেন তারা।

করোনা সংক্রমণ রোধে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় জীবানু নাশক স্প্রে কার্যক্রম ও মাস্ক বিতরণ চলমান রাখা হয়েছে। পাশাপাশি মালখানগর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের পাশে মানবিক সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে করোনা সংক্রমিত রোগীকে হাসপাতালে আনা নেওয়াসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনদের ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী জানাজা এবং দাফন সম্পন্ন করার ব্যবস্থাও ইতোমধ্যে তাদের পক্ষ থেকে করা হয়েছে। এছাড়া করোনা সংক্রান্তে যে কোন কার্যক্রম পরিচালনার জন্য মালখানগর ইউনিয়ন যুবলীগের একটি টিম সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে। তাদের এসব কার্যক্রম দেখে আশপাশের ইউনিয়নের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হতে শুরু করেছে। তারা বলছেন, করোনা মোকাবেলায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশ অনুযায়ী আমার মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। জয় বাংলার কর্মী হিসেবে দেশের এই ক্লান্তিলগ্নে নিজেদের অবস্থান থেকে মানুষের জন্যে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সবাই যদি সম্মিলিত ভাবে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারি তা হলে ইনশাআল্লাহ আমারা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবো।



আপনার মূল্যবান মতামত দিন: