
নিজস্ব প্রতিবেদক : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। ইসমানিরচর উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্র্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া-৩) । অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক মহিলা সাংসদ আলহাজ্ব মমতাজ বেগম, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবি সাবেক পরিচালক, মোঃ হাফিজ আহম্মেদ, গজারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবুতালেব ভুইয়া, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু প্রমুখ। অনুষ্ঠানে প্রকৌশলী মামুনুর রশিদ এর সহধর্মিণীর পক্ষ থেকে শিক্ষকদের সহায়তায় ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: